বাংলাদেশ

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা ভালো না

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৪:২০:৩৩ প্রিন্ট সংস্করণ

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সক‌লে দোয়া কর‌বেন। ওনার শরীর ভা‌লো না। রাতে ওনার শ্বাসকষ্ট ছিল। আপনা‌দের সক‌লের দোয়া উনার খুব প্র‌য়োজন।

উ‌নি বর্তমা‌নে উনার স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন।

গণস্বাস্থ্য কে‌ন্দ্রের বীর চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্র‌তি বি‌শেষ ক‌রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব এবং তা‌দের দল এর প্র‌তি অকৃ‌ত্তিম ভা‌লোবাসা ও শ্রদ্ধা।

 

এর আগে গত ২৪ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর তিনি প্লাজমা থেরাপি নেন। এতে উপকার পাওয়ায় গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।

আরও খবর

Sponsered content

Powered by