বাংলাদেশ

তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশে যা বলল বিএনপি

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ৬:৪০:৫৭ প্রিন্ট সংস্করণ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরাতে হাইকোর্টের দেওয়া আদেশকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হাইকোর্টের দেওয়া আদেশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমি দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ হাইকোর্টের দুজন বিচারপতির আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই রায় প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়, এটি আওয়ামী চেতনার রায়। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।’

এর আগে আজ সকালে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুল শুনানির মধ্যে বাদীপক্ষের এক সম্পূরক আবেদনে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বিচারপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে যে নির্দেশ দিয়েছেন তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই দেওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদালতের আদেশ দেওয়া সম্পূর্ণভাবে ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছে। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ শেখ হাসিনার আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থাটুকু রইল না।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আজ সকালে হাইকোর্টের দুজন বিচারপতির আদেশে সেটি নগ্নভাবে ফুটে উঠেছে। আওয়ামী সরকার যেহেতু বিরোধী দলের কণ্ঠস্বরকে চেপে রাখতে চায় সে কারণেই আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আবুল খায়ের ভূঁইয়া, জহির উদ্দিন স্বপন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ড. ওবায়দুল ইসলাম, রকিবুল ইসলাম বকুল, মুনীর হোসেন, আকরামুল হাসান মিন্টুসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by