রাজশাহী

তালোড়ায় মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৫২:১২ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তালোড়া পৌরসভার পৌর মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ বিরোধী বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন।

গতকাল রোববার দুপুরে পৌরসভার কাউন্সিলরদের কক্ষে পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও প্যানেল মেয়র শাহিনুর ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআই শাহজাহান আলী, এসআই নিয়ামান নাসির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেখারানী, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মুন্সি সেলিম, এমরান আলী রিপু, মারুফ হাসান তরফদার, আ’লীগ নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান খাঁন, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা প্রমুখ। সভায় ওসি বলেন, অপরাধ দমনে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু কথা নয়, কাজের মাধ্যমে এটি আমাদের প্রমাণ করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by