দেশজুড়ে

ত্রানের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৪:০১:৩৭ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরে ত্রাণ সহায়তা না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকার কর্মহীন, অসহায় মানুষ। শুক্রবার (১ মে) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ প্রদর্শন করেন। 

এখন পর্যন্ত তারা কোনো প্রকার সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি বলে জানান। ত্রাণের সুষম বন্টন হয়নি বলে অভিযোগ তোলেন তারা।

পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পর্যায়ক্রমে বঞ্চিত মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন

আরও খবর

Sponsered content

Powered by