রংপুর

দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুরে মাস্ক না পরলেই জরিমানা

  প্রতিনিধি ১৪ জুন ২০২১ , ৭:৪৩:২২ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় করোনা প্রতিরোধে মাস্ক না পরলেই জরিমানা ও ২-৬ ঘন্টা আটকাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা কনফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা ও ব্যবসায়িদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার পরে উপজেলার ৩০টি স্থানে দশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, অধ্যক্ষ শিশির কুমার সরকার, অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুণ্ডু ও শিবেশ কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by