আন্তর্জাতিক

৭ বছর পর তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৭:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

৭ বছর পর তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু

বন্ধের সাত বছর পর ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসের কার্যক্রম আবার শুরু হয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, তেহরানে সৌদি দূতাবাস আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। গত রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়।

তবে তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম আবার শুরুর বিষয়ে রিয়াদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। এর জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। সাত বছরের মাথায় চলতি বছরের শুরুর দিকে দুই দেশ সম্পর্ক আবার জোড়া লাগাতে সম্মত হয়।

আরও খবর

Sponsered content

Powered by