চট্টগ্রাম

দেবিদ্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ সহনীয় ঘর উপহার

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ সহনীয় ঘর উপহার

দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর ও উপকার ভোগীদের মাঝে ডেউটিন এবং আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এলাহাবাদ গ্রামের হতদরিদ্র আলমাসের হাতে ঘরের চাবি প্রদান করেন প্রধান অতিথি কুমিল্লা-(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার। উল্লেখ্য প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত প্রতিটি ঘর নির্মাণে ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা ব্যয়ে ১৮ টি পরিবারের মাঝে নতুন বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও ৭০টি ক্ষতিগ্রস্থ পরিবার ও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৯৮ বান্ডিল ঢেউটিনসহ প্রতি বান্ডিল ঢেউটিনে তিন হাজার করে চেক বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by