চট্টগ্রাম

দোহাজারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ৩:২৪:২২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বজ্রপাতে মো. ইউনুস (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকাল ৭টার সময় দোহাজারী পৌরসভার নতুন চাগাচর এলাকায় ক্ষেত থেকে বেগুন উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস চাগাচর এলাকার আব্দুস ছালামের বাড়ির মো. মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার সকালে কৃষক ইউনুস দুই জন শ্রমিককে সাথে নিয়ে সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে নিজের ক্ষেত থেকে বেগুন উত্তোলন করতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে সাথে থাকা দুই জন শ্রমিক উঠতে পারলেও ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ বলেন, ” সকালে ইউনুস নামে একজনকে হাসপাতালে আনেন তার স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

আরও খবর

Sponsered content

Powered by