আন্তর্জাতিক

করোনার তথ্য নিয়ে সংশয় জানানোয় কিমের বোনের হুমকি

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২০ , ১১:২৩:১৬ প্রিন্ট সংস্করণ

উত্তর কোরিয়ার করোনা সংক্রমণের তথ্য নিয়ে সংশয় প্রকাশ করায় কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের তোপের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এজন্য দক্ষিণ কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন কিমের প্রভাবশালী বোন ইয়ো জং।

দি গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং-হা উত্তর কোরিয়ার করোনা সংক্রমণের তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘করোনা মহামারির এক বছর পরও উত্তর কোরিয়া করোনামুক্ত, এই কথা বিশ্বাস করা কঠিন।’

তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার এই দাবি যাচাই করা অনেক কঠিন, তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস থেকে পালিয়ে থাকা অসম্ভব। আবার জানুয়ারির শেষ দিকে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণসহ আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে তারা।’

এই মন্ত্রী বলেন, ‘করোনা মহামারি উত্তর কোরিয়াকে আরও উত্তর কোরিয়া বানিয়েছে। তাদের গোপনীয়তা ও করোনা মোকাবিলায় তাদের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দ্বিমত জানানোর সুযোগ খুব কম।’

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়া এখনও বলছে তাদের কোনো করোনা সংক্রমণ নেই। এটি বিশ্বাস করা কঠিন। তারা যে কঠোরভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের কার্যক্রমেই তা বোঝা যায়। আবার তাদের দেশে কোনো সংক্রমণ নেই বলেও দাবি করছে।’

দক্ষিণের এই মন্ত্রীর বক্তব্যের পরই চটেছেন উত্তরের ক্ষমতাধর নেতার বোন। বুধবার এক বিবৃতিতে কিমের বোন ইয়ো জংয় বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই দক্ষিণকোরিয়ার মন্ত্রী এমন মন্তব্য করেছেন। এ থেকে বোঝা যায়, দুই দেশের খারাপ সম্পর্ক থেকে ভবিষ্যতেও মজা নিতে তিনি খুব আগ্রহী।’

কিম ইয়ো জং বলেন, ‘তার আসল উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমরা তার কথা ভুলবো না। এজন্য তাকে চড়া মূল্য দিতে হবে।’

 

আরও খবর

Sponsered content

Powered by