আন্তর্জাতিক

হজের লটারিতে যেভাবে নাম এলো মরক্কান এই ৪ বোনের

  প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৮:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

হজের লটারিতে নাম ওঠার পর দীর্ঘ অপেক্ষা ফুরালো মরক্কান চার বোনের। এ বছর তারা পবিত্র হজ করবেন। এজন্য খুব উচ্ছ্বসিত জীবনের পড়ন্ত বেলা অতিক্রমকারী চার বোন।

শনিবার জিও নিউজের উর্দু ভার্সনে আরব মিডিয়ার বরাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে জানানো হয়- মরক্কান ওই চার বোনের নাম যথাক্রমে- আয়েশা নাসির, ফাতেমা নাসির, হুলিয়া নাসির ও খাদিজা নাসির। তাদের বয়স ৬৫ থেকে ৮২ বছরের মধ্যে।

সূত্র জানায়, হজ পালনের জন্য খুব শিগরির-ই ‘রোড টু মক্কা’র উদ্যোগে তারা সৌদি আরবে পৌঁছে যাবেন।

এদিকে, আরব মিডিয়া সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে হজ পালনের ইচ্ছা পোষণ করে আসছিলেন এই চার বোন। তবে একেক সময় একেক রকমের প্রতিবন্ধকতায় তাদের স্বপ্ন পূরণ হচ্ছিল না।

এ প্রসঙ্গে ওই চার বোন বলেন, ‘আমরা বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম কিন্তু লটারিতে নাম আসছিল না। তবে হতাশ হইনি। এ বছরও লটারিতে একটি খামে চার বোনের নাম দেই এবং লটারিতে আমাদের নাম উঠে আসে।’

হজের সুযোগ পেয়ে এই চার বোন আল্লাহর উচ্ছ্বসিত প্রশংসা করছেন।

আরও খবর

Sponsered content

Powered by