দেশজুড়ে

সাপাহারে সিভিল সার্জনের ক্লিনিক মনিটরিং

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৭:২৭:০৮ প্রিন্ট সংস্করণ

সাপাহারে সিভিল সার্জনের ক্লিনিক মনিটরিং

বে-সরকারী ক্লিনিকের মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে চিকিৎসকদের গাফিলতি ও কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে জেলার সিভিলি সার্জনদের মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা সিভিল সার্জন বিভিন্ন ক্লিনিক মনিটরিং করেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় সাপাহার হাসপাতাল রোডের মেডিপ্যাথ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার, জমজম ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও বরেন্দ্র ক্লিনিক পরিদর্শন করেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
নিয়মিত ডাক্তার, অভিজ্ঞ নার্স ও প্রয়োজনীয় কাগজ পত্র ঠিক না থাকায় জমজম ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো: ইসমাইল হোসেনকে ও বরেন্দ্র ক্লিনিক এর পরিচালক ফয়জুল হককে ৭ দিনের মধ্যে সকল সমস্যা সমাধান করার সুযোগ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

অন্যথায় ক্লিনিক বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন সিভিল সার্জন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন।

Powered by