ময়মনসিংহ

দেশ বিখ্যাত শেরপুর জেলায় ধান ক্রয়ে মন্থরগতি

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

দেশ বিখ্যাত শেরপুর জেলায় ধান ক্রয়ে মন্থরগতি

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলায় এবার ২০১৯-২০২০ সালে চলতি বোর সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল চাল আতব ২৯০০ মেট্রিক টন, সিদ্দ ২৪০০০ মেট্রিক টন, ধান ১৬৫০০ মেট্রিক টন। তার মধ্যে গত ২ মাসে সংগ্রহ হয়েছে ধান ২ হাজার মেট্রিক টন। চাল সংগ্রহ করা হয়েছে ৭০০০ মেট্রিক টন। এপ্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন এবার লক্ষ্য মাত্রা অর্জিত হওয়ার সম্বাবনা খুবই কম। কারণ আগের চেয়ে বাজার মূল্য অনেক বেড়েগেছে, তাছাড়া আবহাওয়া খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছে ধান, চাল শুকানো যাচ্ছেনা ধানের বাজার আগে ছিল ৬৫০ টাকা ১ মাসের ব্যবধানে বাজার মূল্য বেড়ে দাড়ায় ৯০০ টাকা প্রতি মন যেকারণে মিলারা চাল ধান সংগ্রহ করতে পারছেন না। তাই এবার শেরপুর জেলায় ধান চাল লক্ষ্য মাত্রা সংগ্রহ অভিযানের অর্জন করা সম্ভব হবেনা।

আরও খবর

Sponsered content

Powered by