রাজশাহী

ধুনটে বারোমাসী আমের চারা রোপণের উদ্বোধন

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় জেকে ফুড গার্ডেন নামে একটি সমন্বিত খামারে বারোমাসী আমের চাষ শুরু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার কান্তনগর এলাকায় খামারে আমের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান।

এ জাতের আম গাছ থেকে সারা বছরই ফল পাওয়া যাবে। খামারটিতে বারমাসী জাতের মধ্যে বারী-১১ ও কার্টিমন জাতের প্রায় ১০০টি আম গাছের চারা রোপণ করা হয়েছে। ড্রাগন, কলা, লেবু ও বরইসহ নানা জাতের ফল এ খামারে চাষ করা হয়। আমের চারা রোপণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-নাহার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া সুলতানা, জুয়েল হোসেন ও জেকে ফুড গার্ডেনের স্বত্ত্বাধিকারী ও ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by