দেশজুড়ে

নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা, আটক ৫

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : নকল স্বর্ণের বার তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় একদল প্রতারক চক্র। আগে থেকেই যেকোন যাত্রীবাহী পরিবহনে যাত্রী সেজে বসে থাকে কয়েকজন। সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পরে চালক হঠাৎ করে তাদের বলে, ‘ভাই বা আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন অথবা আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি। দেখেন তো কী লেখা আছে?” যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে মনে করে পিতলের তৈরি বারটি আসল সোনার বার। ‘তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন। চট্টগ্রামের হাটহাজারী থানার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। প্রতারণার কাজে ব্যবহৃত ৩২ টি নকল স্বর্ণের বারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, হলেন জসিম উদ্দিন (৪২), মো. ওসমান রুবেল (২৯), মো. সোলাইমান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও আবু জাহেদ (৩৬)। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content

Powered by