রাজধানী

নটর ডেম কলেজে ভর্তি–ইচ্ছুকদের চূড়ান্ত তালিকা প্রকাশ

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৭:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি–ইচ্ছুকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের ২৯ আগস্টের মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের মৌখিক পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে ২৯ আগস্ট বিকেল ৪টার মধ্যে সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট -তে গিয়ে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে ভর্তি ফি বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে ৩০ আগস্ট সকাল ১০টায় ভর্তির দ্বিতীয় তালিকা কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যাঁরা ভর্তির সুযোগ পাবেন, তাঁদের ওই দিনই বেলা ৩টার মধ্যে ভর্তি হতে হবে।

আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ
বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

আরও খবর

Sponsered content

Powered by