রাজশাহী

তাড়াশে কম্বাইন হারভেস্টার ও বীজ-সার বিতরণ

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৭:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা ( ৫০ ভাগ ভর্তুকী) কার্যক্রমে কৃষি যন্ত্র মেটাল এগ্রিভেট লিমিটেডের ৯টি কম্বাইন হারভেস্টার এবং ৫ হাজার ৪০ জন ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার তাড়াশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, ইউপি চেয়ারম্যান আব্বাস উজ্জামান, এম আতিকুল ইসলাম বুলবুল, মেটাল এগ্রোভেট’র প্রতিনিধি মো. আলউল হক প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by