দেশজুড়ে

নন্দীগ্রামে ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন এসিল্যান্ড

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৭:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) কে ফোন করে খাদ্য সহায়তা পেলেন হোম কোয়ারেন্টিনে থাকা সাত সদস্যের একটি পরিবার। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা ফেরত উপজেলার বুড়ইল গ্রামে সাত সদস্যের একটি পরিবার আটদিন ধরে হোম কোয়ারেন্টিনে আছেন। বাড়িতে খাবার যা ছিল, তা ফুরিয়ে গেছে। শেষ পর্যন্ত খাবার সহায়তা চেয়ে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) কে মোবাইলে ফোন করেন। সে ফোন পেয়েই চাল, আলু, ডালসহ বিভিন্ন খাদ্র সামগ্রী নিয়ে ওই বাড়িতে পৌঁছে দিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) নূরুল ইসলাম। খাদ্যসামগ্রী পেয়ে হোম কোয়ারেন্টিনে থাকা পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বলেন, ঢাকা ফেরত একটি পরিবারের ফোন পেয়ে খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।
 

আরও খবর

Sponsered content

Powered by