চট্টগ্রাম

নবীনগরে লেখক ফোরামের লেখকদের বইয়ের নামকরণ প্রকাশ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৮:৫১ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার নবীনগর কোর্ট রোডস্থ সার্বজনীন বহুমুখী কল্যাণ সমিতির কার্যালয়ে নবীনগর লেখক ফোরামের লেখকদের প্রকাশিতব্য বইয়ের নামকরণ প্রকাশ- ২০২০ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ফোরামের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামা মনির, বিশেষ অতিথি ছিলেন ডাঃ আহমদ হোসেন, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবু মোছা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলা, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাংবাদিক জালার উদ্দিন মনির, দেলোয়ার হোসেন। বক্তব্য করেন স্বপন মিয়া, তৌফিকুর রহমান, সুমন আহমেদ, কবি মোবারক হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন লেখক ফোরামের সাধারন সম্পাদক আবু কাউছার। লেখক ফোরাম কর্তৃক ২০২১ সালে মোহাম্মদ হোসেন শান্তি রচিত সংকটের সম্ভাবনা, স্টুডেন্ট ম্যাগাজিন সফলতার সমাধানসূত্র সংকরণ, অবাঞ্চিত পৃথিবী(উপন্যাস), আবু কাউছার রচিত মূল্যবোধ, শাহাদত হোসন রচিত প্রবাসের গল্প – ৬, আমি যদি আরব হতাম, হাবিবুর রহমান স্বপন রচিত বৃদ্ধাশ্রম, মো. শাহনেয়াজ রচিত অনুভূতি বইমেলা উপলক্ষে প্রকাশ করা হবে।

Powered by