বাংলাদেশ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ৪ মেয়র, প্রজ্ঞাপন জারি

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ৭:০২:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পষ ডেস্কঃ
ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নুর তাপসকে মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এ প্রজ্ঞাপন জারি করে।

এতে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলি হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এর আগে, গত ৮ আগস্ট এই চার মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক আদেশে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by