রংপুর

নাগেশ্বরীতে নদীভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২১ , ৮:২০:২৮ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের গঙ্গাধর নদী ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল দুপুরে ভাঙন কবলিত এলাকা রঘুর ভিটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে বক্তব্য রাখেন বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সাফি, বল্লভেল খাষ ইউনিয়ন আ.লীগের সভাপতি মোখলেছুর রহমান, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াসিন আলী প্রমূখ। উল্লেখ্য, গত এক সপ্তাহে রঘুর ভিটা, কৃষ্ণপুরও রামদত্ত গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা কৃষি জমি নাদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়া ভাঙনের হুমকিতে আছে ঐতিহ্যবাহী শতবর্ষী রঘুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাটবাজার, পাকা সড়ক, ফসলি জমি, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা।

 

আরও খবর

Sponsered content

Powered by