বাংলাদেশ

নিখোঁজ বিএনপি নেতার দোয়া মাহফিলে আমান-আমিনুলকে অবরুদ্ধ, আটক ২০

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২১ , ৪:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর নাখালপাড়ার শাহীনবাগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ নেতাকর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁরা গুম হওয়া বিএনপিনেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে গেলে পুলিশ ঘেরাও করে রাখে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক  বলেন, ‘নাখালপাড়ায় আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের বাসা ঘেরাও করে রাখে পুলিশ। আমরা এখানে আসি খালাম্মার সঙ্গে দেখা করতে, দোয়া মাহফিল করতে। আমাদের দেড় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। পুলিশ দুপুর আড়াইটা থেকে আমাদের অবরুদ্ধ করে রাখে।’

 

বিকেল সাড়ে ৩টার দিকে আমান উল্লাহ আমান, আমিনুল হকসহ বিএনপির নেতাকর্মীরা বের হলে পুলিশ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারসহ অন্তত ২০ জনকে আটক করে।

এদিকে নাখালপাড়ার ওই বাসা থেকে ঢাকা উত্তর বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে থাকা ২৫ নেতাকর্মীকে আটকের ঘটনায় আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও খবর

Sponsered content

Powered by