আন্তর্জাতিক

নেপালে ১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ৮:২২:৩২ প্রিন্ট সংস্করণ

নেপালে ১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প

মাত্র এক ঘণ্টায় চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিটের মধ্যেই ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর ১৫ মিনিট পর ৩ দশমিক ৮ এবং ১৩ মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

এছাড়া একই দিন ভারতের অরুনাচল প্রদেশে ৩টা ২৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রা এবং কয়েক মিনিট পর উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।

এদিকে চারটি ভূমিকম্প আঘাত হানলেও নেপালে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়েছে। যার কারণে দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০১৫ সালের এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে নেপালে ৮ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া আহত হন আর ২১ হাজার মানুষ।

আরও খবর

Sponsered content

Powered by