বিনোদন

নোবেলের কন্ঠ আমাদের সম্পদ : আসিফ

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৯:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। বিতর্কিত মন্তব্যের কারণে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। কিছুদিন আগে, মধ্যরাতে হঠাৎ গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নোবেল। কিন্তু সকালেই মুছে ফেলেন মধ্যরাতের ওই স্ট্যাটাস। এরপর অতীতের সবকিছুর জন্য অনুতপ্ত হয়ে ভক্তদের কাছে ক্ষমা চান নোবেল। এই শিল্পীকে বাংলাদেশের সম্পদ বলে মন্তব্য করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

আজ বৃহস্পতিবার আসিফ তার ফেসবুকে নোবেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশীপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশি। নোবেলের নাট আর বল্টু’র সমন্বয়টা আদৌ হবে কি না জানি না। এখন এই মূহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি। কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’

নোবেলের প্রসংশা করে আসিফ আরও লেখেন, ‘নোবেলের কন্ঠে নিজের পুরোনো দম খুঁজি। ওর তেজস্বী কন্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনী নাই। দোয়া করি, নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়।’

সবশেষে ‘ও প্রিয়া’খ্যাত এই গায়ক লিখেছেন, ‘রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি শুধুমাত্র তার তেজস্বী গায়কীর জন্য। নোবেলের কন্ঠ আমাদের সম্পদ। এইবার ঠাণ্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও…।’

আরও খবর

Sponsered content

Powered by