ময়মনসিংহ

বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ৬:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালপুরের বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা রোডে নিজ কার্যালয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ জহুরুল হক জয়নালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাধারন সম্পাদক এল.এস (নৌ) অবসরপ্রাপ্ত আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অব:ল্যান্স কর্পোরাল আক্রাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অব:সার্জেন্ট ছোরহাব আলী,স্বাস্থ বিষয়ক সম্পাদক কর্পোরাল মুন্নাফ মিয়া,অব:সার্জেন্ট শাহজাহান,কমান্ডার ল্যান্স কর্পোরাল জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমণের সূচনা করে।

আলোচনা শেষে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by