বাংলাদেশ

ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয় : তথ্যমন্ত্রী

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:৪৫:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

যেসব পত্রিকার কর্তৃপক্ষ ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তারা সরকারি কোনো ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেবো না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘুরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।

ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি, জানান ড. হাছান মাহমুদ।

আরও খবর

Sponsered content

Powered by