আন্তর্জাতিক

পবিত্র মদিনা করোনামুক্ত

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৯:১২:০৭ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মদিনা প্রদেশ এখন করোনামুক্ত।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিল। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছে। আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

গত রবিবার সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সৌদির বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।

Powered by