ভারত

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৮:২৭:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোটের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৫ মার্চ) মধ্যরাতে। ২৭ মার্চ রাজ্যটির বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই পাঁচ জেলার ৩০ আসনে ভোট হবে।

শেষ মুহূর্তের প্রচারপ্রচাণায় ব্যস্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

এদিন সকালে বাঁকুড়ায় নির্বাচনী সভায় যোগ দেন সদ্য বিজেপিতে যোগ দেয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহাতারকাকে দেখতে ভিড় করেন হাজারো মানুষ।

এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়ে তৃণমূল-বিজেপি শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।

ভারত জুড়ে নতুন করে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। সে কথা মাথায় রেখেই সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের কোভিডবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও বস্তুত তা কমিশনের বিধি চরমভাবেই উপেক্ষিত হতে দেখা যাচ্ছে নির্বাচনী ময়দানে।

আরও খবর

Sponsered content

Powered by