ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল এমন কেন, প্রশ্ন অমিত শাহর

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৫:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

twitter sharing button

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এতে ২০৬ আসন পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ৮৪টি আসন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন অমিত শাহ।

রোববার দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে।

পাশাপাশি, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর বিজেপি নেতৃত্বে এগুলো পর্যালোচনা করা হবে।

বিধানসভা ভোটের প্রচারনায় রাজ্যে এসে একাধিকবার ২০০ আসনে জেতার দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিতে দেখা যাচ্ছে ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির।

আরও খবর

Sponsered content

Powered by