রাজশাহী

পাঁচবিবিতে কবি জীবনানন্দ দাশ এ্যাওয়ার্ড প্রদান

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৩:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির বন্ধন এনজিওর প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিপ্লব চৌধুরী সমাজসেবা ও মানবসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ মাদার তেরেসা ও কবি জীবনানন্দ দাশ এ্যাওয়ার্ড পেয়েছেন।

শিল্প-সাহিত্য, ব্যাংক, বীমা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা, সঙ্গীত, চিকিৎসা, সমাজসেবা ও জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের অনন্য অবদানের কথা বিবেচনা করে এবছর ২২ জন গুণী ব্যক্তিকে কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০ প্রদান করা।

জীবনানন্দ দাশ স্মৃতি ফাউডেশনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে অন্যদের ন্যায় বিপ্লব চেীধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়। অপর এক অনুষ্ঠানের মাধ্যমেও বিপ্লব চৌধুরীকে মাদার তেরেসা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সাজ প্রকাশনীর প্রকাশক শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিপ্লব চৌধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ২১ শে পদকপ্রাপ্ত মো. নুরুল হদা, সাংবাদিক মাহমুদ-আল ফয়সাল ও কলাম লেখক গোলাম কাদেরসহ অনেকেই।

Powered by