রাজশাহী

পাঁচবিবিতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সভা

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৭:৫০:১১ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আয়োজনে বুধবার বিকালে উপজেলার পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা খানম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার টি,এম আব্দুল হামিদ, উপজেলা তথ্য আপা শাওনেয়াজ ফেরদৌসী, থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উপদেষ্টা ও কলেজ শিক্ষক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, সভানেত্রী আয়শা আক্তার ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী।

আরও খবর

Sponsered content

Powered by