দেশজুড়ে

পাইকগাছায় বেঁড়িবাধ হুমকির মুখে, সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৫:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ

আবুল হাশেম, পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলার আওতাধীন বোয়ালিয়া এলাকায় পাওবোর ১৬ নং পোল্ডারের প্রায় আধা কিলোমিটার বেঁড়িবাধটি হুমকির মুখে পড়েছে। পুরাতন এ ওয়াপদাটির অবস্থা নাজুক হওয়া ও নদীর তলদেশ ভরাট হওয়ায় ওয়াপদার বেশ কয়েকটি স্থান ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে প্রবেশ করছে জোয়ারের পানি। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোন রকম ঠেকিয়ে রাখলেও অগামী পুর্ণিমা গোনে জোয়ারের পনিতে প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয় ঘেরমালিক ও জমি মালিকরা। এমতাবস্থায় সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ জরুরী বলে মনে করছেন ভুক্তভোগীরা। সরেজমিন গিয়ে দেখা যায়, ১৬ নং পোল্ডার চরের বিলের প্রায় ১৬শ বিঘা জমির জন্য পাওবো বেঁড়িবাধটিই একমাত্র ভরসা। এখানে রয়েছে ৫০/৬০ টি ছোটবড় মাছের ঘের। প্রায় ১শ বিঘা জমির বোরো আবাদ, ২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫টি পোল্ট্রী ফার্ম সহ ঘরবাড়ি। ভুক্তভোগীরা জানান, নদীর পানির চাপে বেড়িবাঁধ সরু হয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। একইভাবে পানির ঢেউয়ের আঘাতে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ভুক্তভোগীরা নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছুটা ঠেকিয়ে রাখলেও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। ঘের মালিক আজিজুল হক সানা জানান, অগামী পুর্ণিমার গোনে জোয়ারের পনিতে তলিয়ে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন, এতোদিনে নিজেদের উদ্যোগে ঠেকানো গেলেও নদীর তলদেশ উঁচু হওয়ায় জোয়ারের পানি ঠেকানো আমাদের পক্ষে যথেষ্ট নয়। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে এসও ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান তিনি।
 

আরও খবর

Sponsered content

Powered by