করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনার পাইকগাছা পৌরসভায় ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৬ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

মঙ্গলবার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকালে শুধুমাত্র ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার, কৃষি, নির্মাণ সামগ্রীর দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

পাইকগাছার ৪টি হাট এক সপ্তাহ বন্ধ থাকবে। অন্যান্য দোকানপাট ও কলকারখানা বন্ধ থাকবে।

হোটেল রেস্টুরেন্টে খাবার বিক্রি করতে পারবে তবে বসে কেউ খেতে পারবে না।

সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, এ পর্যন্ত পাইকগাছা উপজেলায় ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন ১০ জন।

চলতি জুন মাসের ৮ দিনে উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।