দেশজুড়ে

পাইকগাছায় ৩ গ্রাম ফের প্লাবিত; স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৭:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় ৩ গ্রাম ফের প্লাবিত; স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দেলুটি ইউনিয়নের ৩টি গ্রাম ফের প্লাবিত হয়েছে। গত বুধবার দুপুরে জোয়ারের পানিতে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে গেলে গেওয়াবুনিয়া, চকরিবকরি ও পারমধুখালী গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকাবাসীর সহযোগীতায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করেছে বলে জানাগেছে। সুত্রমতে-গত ২০ মে ঘূর্নিঝড় আম্পানে দেলুটি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। যার ক্ষয়ক্ষতি এলাকাবাসী এখনো কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে গত বুধবার দুপুরে প্রবল জোয়ারের পানির চাপে ২০ এবং ২০/১ নং পোল্ডারের সীমান্তবর্তী চকরি-বকরী বদ্ধ জলমহলের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে গেওয়াবুনিয়া, চকরিবকরি ও পারমধুখালী গ্রাম প্লাবিত হয়। এতে ৩টি গ্রামের মৎস্য ঘের, আমন বীজতলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে দুইদিন পর স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এলাকাবাসীর সহযোগিতায় শুক্রবার দিনভর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত করেছে বলে জানাগেছে। এ ব্যাপারে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দেলুটি ইউনিয়নের ৩টি গ্রাম ফের প্লাবিত হয়েছে বিষয়টি জানার পর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বাঁধ মেরামতের ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করতে সক্ষম হয়েছি। কিন্তু এটা কতটা টেকসই হবে সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না।

আরও খবর

Sponsered content

Powered by