বাংলাদেশ

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময় প্রকাশ

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ৩:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর তিনটি জামাত এবং শেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনে মুফাসসির মো. আবু ছালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জাহিনুল ইসলাম। এসব জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

আরও খবর

Sponsered content

Powered by