আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৭:৫১:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পাকিস্তানে চলমান বন্যার কারণে তিন কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির কারণে ৭২টি জেলায় এই দুর্যোগের সৃষ্টি হয়।

রোববার গভীর রাতে এনডিএমএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ২৩টি জেলা এবং এক কোটি ৪৫ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে।

সিন্ধু প্রদেশে এবার বৃষ্টিপাত ৪৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯৭ মিলিমিটার। যা গত তিন দশকে গড়ে ছিল ১২২ মিলিমিটার।

দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান দেশটির দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রদেশ। সেখানকার ৯০ লাখেরও বেশি মানুষ এবং ৩১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেখানে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে ৪১১ শতাংশ।

আরও খবর

Sponsered content

Powered by