বরিশাল

পাথরঘাটায় দুই স্কুলের প্রবেশপথে ময়লার ভাগাড়, নাজেহাল শিক্ষার্থীরা

  প্রতিনিধি ১৩ জুন ২০২২ , ৭:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগারে পরিণত করেছে পাথরঘাটা পৌর কর্তৃপক্ষ। এখান থেকে প্রতিদিন হাজারো শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়া করে। ময়লার দুর্গন্ধে নাকে মুখে রুমাল চেপে আসা যাওয়া করতে হচ্ছে। পাথরঘাটা পৌরসভার পিছনে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত পথে এমন ময়লার ভাগারে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাথরঘাটা পৌরসভার ভবনের পিছনে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, খাস খতিয়ানে একটি দীঘি বালু দিয়ে ভরাট করে সেখানে তারা এসব ময়লা-আবর্জনা ফেলছে। এই ময়লা আবর্জনার পাশ দিয়েই প্রতিদিন দুই স্কুলের হাজারেরও বেশি শিক্ষার্থীর যাতায়াত করছে।

পাথরঘাটা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অহিন রায়, মুমাইত, লামিয়া, বায়জিদ জানান, এখান থেকে গেলে নাক মুখ চেপে ধরে যেতে হয়। যদি আমাদের চলার পথের পাশে এগুলো না ফেলে অন্য কোথাও নির্ধারিত স্থানে ফেলতো তাহলে আমাদের দুর্গন্ধ পোহাতে হতো না।

আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সোনিয়া, তানিয়া, মাহমুদা জানান, সামান্য বৃষ্টিতেই আমাদের চলার পথটি কাদা হয়ে যায়। এরমধ্যে রাস্তার পাশে ময়লার স্তূপ দেখলে শরীরের মধ্যে গিজগিজ করে।

পাথরঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুর রহমান সোহেল ভোরের দর্পনকে জানান একটি সড়ক দিয়ে দুটি স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে সেই সড়কটি ভাঙাচোরা অপরদিকে সড়কের পাশে ময়লা-আবর্জনা ঘরে দুর্গন্ধ তৈরি করছে পৌর কর্তৃপক্ষ। এখান থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে বিঘ্ন ঘটছে।

পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা ভোরের দর্পনকে জানান, মাঝে মাঝে বৃষ্টিতে দুর্গন্ধ বেড়ে যায়। এসময় ছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে। স্কুল গুলোর সামনে এমন ময়লার ভাগার দুঃখ জনক।

তবে বিষয়টি অস্বীকার করে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ভোরের দর্পনকে জানান, পৌরসভা থেকে ওখানে ময়লা রাখা হয়নি। কে বা কারা পৌরসভার পিছনে স্কুলের রাস্তার পাশে ময়লার রেখেছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দেখে ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে। তবে পাথরঘাটা পৌরসভার কোথাও কোন ময়লা আবর্জনা ফেলার নির্ধারিত ব্যাবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেন নি‌।

আরও খবর

Sponsered content

Powered by