দেশজুড়ে

প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির আঁচড়

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৫:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির আঁচড়

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পূজা মন্ডপ গুলো ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে এখন চলছে চূড়ান্ত ফিনিশিং ও রংয়ের কাজ। গৌরীপুর পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্য মতে গৌরীপুর উপজেলায় মোট ৬৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গৌরীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী দুর্গা বাড়ি পূজা মন্দিরে গেলে দেখা যায় প্রতিমার রঙের কাজ চলছে এ সময় মৃৎ শিল্পী  সুখেশ পালের সাথে কথা হয়।  তিনি বলেন এ বছর তিনি প্রায় ১০ থেকে ১২ টি প্রতিমার অর্ডার পেয়েছেন সবগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে তুলনামূলক ভাবে এইবার কাজের চাপ একটু বেশি । 

দুর্গা বাড়ি মন্দির কমিটির  সভাপতি পলাশ কান্তি বিশ্বাস জানান এ বছর আড়ম্বর ভাবে আমরা মায়ের পূজা করার চেষ্টা করছি, আমাদের মন্দিরের বড় এরিয়া থাকায় বিশাল  আলোকসজ্জার মাধ্যমে আমরা এই বছর শারদীয় দুর্গোৎসব পালন করছি।

এছাড়াও তিনি গৌরিপুরবাসী সহ সকলকে দুর্গা বাড়ির পূজা দেখার আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

১৩ অক্টোবর শুক্রবার শুভ মহালয়ার মাধ্যমে দেবিপক্ষের শুরু আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী  থেকে ২৪ অক্টোবর বিজয়া দশমী।

আরও খবর

Sponsered content

Powered by