ময়মনসিংহ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৭:৪৬:২৮ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি:

‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’-এ প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, ডিআইওয়ান আবুল বাশার মিয়া, ডা. পলাশ কান্তি দত্ত প্রমুখ। অনুষ্ঠানে এ উপলক্ষে স্কু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা, ক্যুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

Powered by