চট্টগ্রাম

প্রত্যন্ত অঞ্চলের করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ

  প্রতিনিধি ১ জুন ২০২১ , ৭:৩০:০৮ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধিঃ

 

নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনায় শ্বাসকষ্ট জনিত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যেগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতাল বেড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, উপ জেলা ভাইস চেয়ারম্যান নূর আলম ছিদ্দিকী রাজু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জায়কার অর্থায়নে করোনা রোগীদের জন্য এ সেবা নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, উপজেলা পরিষদের মাধ্যমে পাওয়া ৬ হাজার লিটারের ১৫টি এবং ১৪শ লিটারের ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি হাসপাতাল বেড ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সমূহে স্থাপন করা হবে। এর ফলে এখন থেকে প্রত্যন্ত অঞ্চলে করোনায় শ্বাসকস্ট জনিত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সুবিধা নিশ্চিত করা যাবে।

 

 

Powered by