বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে শ্রিংলার সঙ্গে আলোচনা হতে পারে

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৫:৫৫:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক: 

আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন কিনা; এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সফরে আসলে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিশ্ব শান্তি সম্মেলনের একটি সাইড ইভেন্ট উদ্বোধনকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং রাষ্ট্রপতিও আসবেন। এছাড়া ১৮টি দেশে আমরা যৌথভাবে মৈত্রী দিবস পালন করবো। সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যই তিনি (শ্রিংলা) ঢাকায় আসছেন।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঠিক হয়ে গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এটা জানি না। এ বিষয়েও আলাপ হবে হয়তো।’

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ আছে। দক্ষিণ আফ্রিকা এবং আশেপাশে দেশগুলোসহ মোট সাতটি দেশ থেকে মানুষ আসতে আমরা নিরুৎসাহিত করছি।

আরও খবর

Sponsered content

Powered by