দেশজুড়ে

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শপথ গ্রহণ

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শপথ গ্রহণ

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রায়পুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শপথ গ্রহণ করেন উপজেলার ১শত ২১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। 

শপথ বাক্য পাঠ করানো শেষে সভাপতির বক্তব্যে অনজন দাশ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে।স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার বিনির্মানে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকও সরকারের সমন্বিত অংশগ্রহনের মাধ্যমে আমরা এগিয়ে যাবো স্মাট প্রজন্ম তৈরির দিকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান সহ আরো অনেকে। 

আরও খবর

Sponsered content

Powered by