প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৭:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরে বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ৪-৫ হাজার বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যানসহ তাদের পরিবারের ৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন ও থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বারখাদিয়া গ্রামের বাসিন্দা ও মানবতা বিরোধী মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের সাক্ষী ছিলেন পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মাতুব্বর। তার সাক্ষ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদের ফাঁসির রায় হয়। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং তাঁর ভাই ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতুব্বর ময়েনদিয়া বাজারসহ আশপাশের এলাকায় একছত্র ভাবে নিয়ন্ত্রণ করে আসছিলেন। এছাড়া গত কয়েক বছর আগে একটি হত্যা মামলার ১ নম্বর আসামিও ছিলেন ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর। দীর্ঘদিনের এই সকল পুঞ্জিভূত ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন বলে জানা গেছে। তবে এ সময় মান্নান মাতুব্বর এবং পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে নিজেদের আত্মরক্ষা করেন।
ঘটনাস্থল এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্যার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছ। ঘটনা স্থলে সেনা বাহিনী ও পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসুলকে ফোন করলে জানান আমি ছুটিতে আছি। বর্তমান ওসির দায়িত্ব আছেন পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান। মজিবর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু কমুনা না। যা পারেন লেখেনগা। কারা কি ঘটাইছে আমি কেমনে কমু।