বরিশাল

পাথরঘাটায় বিএনপি’র উপর ছাত্রলীগের হামলা

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পুলিশ প্রহরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরগুনার পাথরঘাটায়। বুধবার সকাল সাড়ে নয়টাশ পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সকাল নয়টার দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ভোরের দর্পনকে বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম। এসময় অতর্কিত ভাবে ছাত্রলীগের উশৃংখল কিছু সন্ত্রাসীরা আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও কয়েক দফা হামলা চালায় তারা।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ ভোরের দর্পনকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমরা সেখানে অবস্থান নেই। এর চেয়ে বেশি কিছু না।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার ভোরের দর্পনকে জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যেনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by