রাজশাহী

বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৩:৪৯ প্রিন্ট সংস্করণ

নিহত শ্রমিকদের স্বজনদের আহাজারি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ব্লু -বার্ডের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার(২৬সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাস স্ট্যান্ডে বগুড়া ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল বাকি(৫০)। সকালে নয়মাইল বাস স্ট্যান্ডে সবজি দোকানে শ্রমিকের কাজ করতেন এবং বিকেলে রাধানগর গ্রামের আমিন বাজারে চা বিক্রি করতেন। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছেন তবে চালককে আটক করতে পারেন নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল বাকি মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত গতিতে উল্টো পথে আসা যাত্রী বোঝাই ব্লু -বার্ড বাসটি তাঁকে চাপা দিয়ে একই গতিতে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আহসান জানান, বাসটি আব্দুল বাকিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করে হেফাজতে নিয়েছি। বাকি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি।

 

Powered by