ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৭:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

 

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি ডিএসসিসি’র নির্বাচিত সকল কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫ -এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডি থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামীলীগের সদস্য শেখ মিলি, ডিএসসিসি’র প্যানেল মেয়র ফারজানা ইয়াসমিন বিপ্লবী, প্যানেল মেয়র ইলিয়াছুর রহমান বাবুল, সংরক্ষিত কাউন্সিলর নিলুফার রহমান সহ সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শারিফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম, কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ, মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ গোপালগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ এএফএম নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আরও খবর

Sponsered content

Powered by