দেশজুড়ে

বড়াইগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ৫:০১:১৮ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

পরে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অনুষ্ঠানের তত্বাবধায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা ও অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, খামারী মমতাজ বেগম প্রমূখ।

প্রদর্শনীতে ৩৫ টি স্টলে বিভিন্ন জাতের পশু-পাখি, তাদের খাদ্য, বাসস্থান ও ভেটেরিনারি ঔষধ সামগ্রী প্রদর্শনী করা হয়। পরে শ্রেষ্ঠ খামারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

আরও খবর

Sponsered content

Powered by