আন্তর্জাতিক

মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া বিবিসির সাংবাদিকের মুক্তি

  প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ৮:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মিয়ানমারে আটক বিবিসির প্রতিবেদক অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (২২ মার্চ) তিনি মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি অনলাইন। এর আগে ১৯ মার্চ রাজধানী নেইপিদোর আদালত ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

অং থুরাকে তুলে নিয়ে যাবার সময় সাদাপোশাকধারীরা স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকেও ধরে নিয়ে যায়। এমাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে সামরিক কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুরবেলা একটি নেমপ্লেট বিহীন গাড়িতে। এর পর থেকে বিবিসি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।

গত ১লা ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by