রংপুর

ডোমারে ইউএনওর খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি ৮ জুলাই ২০২১ , ৭:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউনের ৮ম দিনে অসহায়, দুঃস্থ ও কর্মহীন হয়ে পরা ৭৫ টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

জানা যায়, করোনাকালীন সময়ে চলমান সর্বাত্মক লকডাউনে কাজ কর্ম করতে না পারায় উপজেলায় বেশ কিছু মানুষ খাদ্য সংকটের মধ্যে পরে।

এক পর্যায়ে তারা সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে। বিষয়টি ৩৩৩ থেকে ইউএনওকে অবগত করলে তিনি সেই সকল মানুষকে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কেতকীবাড়ী ইউনিয়ন, ডোমার সদর ইউনিয়ন, জোড়াবাড়ী ইউনিয়ন ও ডোমার পৌর এলাকাসহ ৭৫টি পরিবারের মাঝে চাল, আটা, সয়াবিন তেল, লবণ, আলু ও সাবান বিতরণ করেন।

এ সময় কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রশিদুলসহ পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রতিটি ব্যক্তির সাংসারিক জীবনের খোঁজ খবর নেন এবং করোনা মহামারী থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content

Powered by