রাজশাহী

বরগুনা পৌরসভা নির্বাচন -২০২১ উপলক্ষে  প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা  সংক্রান্ত মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৩:২২:১০ প্রিন্ট সংস্করণ

সোহরাব বরগুনা প্রতিনিধি:
আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচন -২০২১ উপলক্ষ্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা   সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা সদর থানার আয়োজনে, থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বিশেষ অতিথি বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা জনাব দিলীপ কুমার হাওলাদার, সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) মেহেদী হাসান, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম, বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ওসি) ডিবি, খন্দকার জাকির হোসেন , জেলা বিশেষ শাখার ডিআই -১ কিবরিয়া প্রমূখ, অনুষ্ঠান সঞ্চালনায় করেন, বরগুনা সদর থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম। প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর মল্লিক বলেন, পৌরসভা নির্বাচন  করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না। নির্বাচনী আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক এর উপরের ইতিপূর্বে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আপনাদের  সর্বোচ্চ  সহযোগিতা কামনা করি।

আরও খবর

Sponsered content

Powered by