দেশজুড়ে

বরিশালে পাচারকালে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ উদ্ধার

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

বরিশাল ব্যুরো:
বরিশালে যাত্রীবাহি বাস থেকে পাচারের সময় বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার রাতে নগরীর রুপাতলী এলাকায় ভোলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতয়ালী থানার তদন্ত ওসি ফয়সাল আহম্মেদ।
এই সময় যাত্রী সিটের নিচ থেকে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা বরিশাল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্থান্তর করেন।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, কচ্ছপগুলোকে বনবিভাগের কাশিপুরের একটি মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by